যদি বন্ধু ভাবো - চোখের পাতায় আঁকতে পারো ছবি
তোমার জন্য বৈশাখী প্রেম বিকেল বেলার রবি
যদি বন্ধু ভাবো - কাজের মাঝে অকারণে ভেবো
বাগান খুঁজে গাছের প্রথম গোলাপ তোমায় দেবো,
যদি বন্ধু ভাবো - গুনগুনিয়ো প্রথম কলির গান
নিঃস্ব সকল আত্মবিষাদ আত্মহরষ আত্মকলতান
যদি বন্ধু ভাবো - সকল দিনের সকল ওঠাবসা
আপন মনের অন্তরীণের গোপনীয় আকন্ঠ জিজ্ঞাসা
যদি বন্ধু ভাবো - অন্তরেতে উথাল পাথাল ঢেউ
পৃথিবীতে সকল আমার চেতনাতে আর নয় আর কেউ
যদি বন্ধু ভাবো - আকাশ জুড়ে দেখবে সকল আমি
ভুবনডাঙার বসত তোমার আমায় ভরা নবরূপের তুমি
যদি বন্ধু ভাবো - রক্তশিরায় অনুভবের স্রোত
ভাবনা নতুন চিন্তা নতুন তোমার পথ ই আমার নতুন পথ।