যদি তোর ঘুম ভাঙে মাঝরাতে -
জানবি আমি ভাবছি তোকে , ডাকছি বুকে পেতে
যদি ঘুম না আসে চোখে -
জানবি আমিই ঘুম কেড়েছি, দুষ্টুমির ই ঝোঁকে,
যদি তন্দ্রা নেমে আসে -
জানবি আমি করছি বিরাজ তোর ই আশেপাশে ,
যদি স্বপ্ন দেখিস ভালো -
জানবি আমি গাইছি -আমার সোনা ঘুমালো,
স্বপ্ন দেখে হয় যদি খুব ভয় -
জানবি আমি কষ্টে আছি, বেঘোরে নিশ্চয় ,
যদি মন পাশ ফিরতে চায় -
জানবি আমি বোলাচ্ছি হাত, মাথাতে চুলে গায় ,
যদি করে, হাত পা নিসপিশ ,
জানবি আমি বলছি কথা, তোর কানে ফিসফিস ,
যদি তোর হাই ওঠে খুব জোরে -
ফিরিয়ে দিলাম তোর ঘুম যা , নিয়েছিলাম কেড়ে ,
যদি ঘুমানোর ভান করিস -
জানবি আমায় মনের ভিতর ভেঙে আবার গড়িস ,
যদি হঠাৎ উঠিস ঘেমে -
জানবি তখন নির্ঘাত তুই পড়লি আমার প্রেমে ,
তোকে নিয়ে করে খেলা , রাত্রি আমার শেষ,
চারপাশে যে ছড়িয়ে রাখি , তোর মিঠে আবেশ ,
তোকে নিয়ে খেলা করা, স্বপ্নের জাল বোনা -
তুই তো আমার নিত্য সাথী, আমার প্রাণের সোনা ।