ঝাঁ চকচক উড়াল পুলে ছুটছে আমার ঘোড়া
বইছে তলায় কালিদহ, বস্তি পাড়ে খরা,
উপরে যত সভ্যতা তার যতই গভীর আলো,
তলার দিকে তাকাতে ভয়, ততই জমাট কালো
ও ঘোড়া, তুই একটু দাঁড়া, নীচের দিকে দেখি,
ঐ গুলো সব মানুষ, নাকি কুমোরটুলির মেকি !
উপর তলায় রবির গান ,নীচে চাতক ও বেসুরে
এখান থেকে আকাশ কাছে, মাটি অনেক দূরে ।
আগে আকাশ না আগে মাটি, তর্ক হতেই পারে -
তর্কবাগীশ পোষাই আছে , টি আর পি ও বাড়ে ।
নাচবে রাধা পুড়বে তেল ও, নাকের বদলে নরুন ,
দোহাই দাদি, দোহাই মুদি, এবার কিছু করুন ।
পালের গরু বাঘে খেলে, তবেই কি সাবধান ?
কানে বড় ই একঘেয়ে আজ সাম্যবাদের গান ।