লাল সাদা কালো তিনটি ঘোড়া
তিনটি ঘোরসোওয়ার
তিনজন ই আজ সেজেছে জকি
জিতবে ঘোড়াটি কার,
নিজে ছোটা এক, ছোটানো আর এক
তিনজন ই সেটা জানে,
তবুও চেষ্টা মারন সমরে
হার যে অসম্মানে
অলখ বিধাতা হুইসেল মারে
লাগাম ধরেছে কষে
টগবগ করে কাঁপছে শরীর
অযাচিত আক্রোশে ,
টাকা খাপে খোপে, বাড়তেই থাকে
মনে বাড়ে তার তেজ,
ডার্বি ছুটছে রক্তশিয়ায়
হ্যাটে বুটে ইংরেজ ,
লাল সাদা কালো, তিনটি ঘোড়া
তিনটি ঘোড়সোওয়ার,
আসল খেলাটি খেলে চলে বুকি,
অলক্ষে সবাকার ।..
(তিন ঘোড়া - রূপ, যৌবন, অর্থ
টাকা - বয়স, বুকি - সময়)