কাল রাত্রে উঠলো ভীষন ঝড়,
সারা আকাশ কালো আলোয় ঘেরা,
তার মধ্যে বজ্র হেনে মেঘ -
বলছে যেন দেখাচ্ছি , তোদের দাঁড়া,
শনশনিয়ে বইছে ভারী বাতাস,
গাছগুলো সব নাচছে শিবের গাজন,
সামনে ঝুঁকে বলছে - ভোলে বাবা ,
আবার সোজা সটান আগের মতন ।
হাত ধরে সব নাচছে পাশাপাশি
চালছে মাথা, যেন জটাধারী
বলছে, ওরে আমিই নটরাজ,
দেখ এখনো নাচ দেখাতে পারি ।
নাচছি আমি প্রলয় নাচন আজ
তান্ডব টা পরেই দেখাবো
দেখছি তোদের বাড় বেড়েছে কতো
এক ঘায়েতে ঠান্ডা করে দেবো ।
ঝড়ের দাপট দেখতে ভালোবাসি
মনের মাঝে একটু ধরে ভয় ,
এই বুঝি ঝড় ভাঙলো বিধির বিধান
লন্ডভন্ড সবকিছু নয়ছয় ।
জানলাখানা আধপাল্লা করে
দেখছি আমি ঝড়ের ওঠানামা,
ফিসফিসিয়ে বললি যেন তুই -
রাত হয়েছে, এবার একটু ঘুমা ।
ঠিক তখনই ঝড় উঠলো বুকে,
বুকের আকাশ তোর আলোতে ভরা
টিপখানা তোর আকাশ বুকে চাঁদ
চোখ দুখানা যেন দুটি তারা ,
অলকরাশি এলোকেশী মেঘ ,
উড়ছে এসে ঢাকছে চাঁদের মুখ -
হালকা হাতে মেঘ সরিয়ে আমি
দেখছি তোকে - দেখতেই উন্মুখ ।
গাল দুখানা হাতের মধ্যে পুরে
আলতো করে চুমায় তোকে ধরি
এক শিহরণ খেলে শরীর জুড়ে
ইচ্ছে করে তোর বুকেতেই মরি ।
ভালোবাসি- বাসতে ইচ্ছে করে ,
ইচ্ছে শুধুই ভালোবেসে যেতে
আর কতটা ভালোবাসা যায় -
আর কতটা ইচ্ছে করে পেতে !
মন বাতায়ন আধপাল্লা করে ,
গাইছি মনে তোর ই ঝড়ো গান ,
তুই যে আমার সকল সাধন সুর
তোর আলাপেই প্রকৃত সন্ধান ।