হায়রে লখিন্দর -
চাঁদ সদাগর বানায় কুঠি, লোহার বাসরঘর,
সেই ঘরেতে কেমনে পশে কালনাগিনীর ফণা
যে করেছে বেইমানি সে , পড়বে ধরা জানা,
মরন কামড় তোর দেহে তুই মৃত্যু জরজর ,
হায়রে লখিন্দর -
কি কুক্ষণে বেহুলা আজ, কালঘুম তোর চোখে
তোর লখা যে হারায় চেতন, মৃত্যু চোখে মুখে ,
তোর সোহাগের সিঁদুর মোছে কালের বিবর
ওঠ বেহুলা জাগ বেহুলা, কালনাগিনী ধর
হায়রে লখিন্দর -
সোনার লখাই মরছে যে আজ কালনাগিনীর বিষে
একচোখি ঐ মনসা দেখি অলক্ষেতে হাসে
তার অভিলাষ পূরবে পূজায় , দেবে সদাগর
চাঁদের সাথে লড়াই দেবীর - তার শাপে তুই মর ,
হায়রে লখিন্দর -
কতশত লখিন্দর আজ মরছে দেশে দেশে
জন্ম থেকেই অশিক্ষা আর জঠর জ্বালার বিষে,
নিজের আখের গোছায় রাজা, লখিন্দর রা মরে
আড়াল থেকে বেহুলা আজ অস্ত্র জোগাড় করে ,
আয় বেহুলা আয় বেহুলা অস্ত্র তুলে ধর ,
তোর কোপেতেই মরবে রাজা, বাঁচবে লখিন্দর ,
আর দেরী নয় জাগ বেহুলা লড়াই শুরু কর ।