*** ইতি শারদীয়া ***
-----------------তন্ময় দে বিশ্বাস ----------------
আকাশ ভরা শরৎ মেঘে জাগছে উমা ঘরে ঘরে
শিউলি গাছে ফুটছে কলি গাইছে অলি গুনগুনিয়ে
কাশের বনে সূর্য উঁকি আগমনীর সুরে সুরে
শারদীয়ার গন্ধে বাতাস ভৈরবী তান যায় শুনিয়ে,
যে মেয়েটা বস্তা কাঁখে চাল বয়ে যায় লোকাল ট্রেনে
যে মেয়েটা ভোররাতে রোজ মাথায় করে সবজি আনে
যে মেয়েটা শিকার ধরে অন্ধকারে গলির মোড়ে
তারা কি কেউ বলতে পারে শারদীয়ার আসল মানে ?
যে ছেলেটার ঘুম ভাঙে রোজ অন্ধকারে ভোর চারটায়
বাবুর লাথির ধাক্বা খেয়ে ঢুলন্ত চোখ উনুন ধরায়
যে ছেলেটা লজেন্স বেচে ট্রেনে ট্রেনে কামরা ঝাঁটায়
তারা কি কেউ জানতে পারে কি আছে কি ওই মৃৎপ্রতিমায় ?
যে লোকটা ফুটপাতে রোজ পালিশ করে জুতো সারায়
যে লোকগুলো পাড়ায় পাড়ায় ফিরি করে রিক্সা টানে
যে লোকটা রোজের চিতায় আগুন মাখে মড়া পোড়ায়
তারা কি কেউ বুঝতে পারে শারদীয়া কিসের টানে ?
যে কুমারী কৃষ্ণকলি বিয়ের বয়স পেরিয়ে গেছে
যে রমনীর জওয়ান স্বামী সদ্য শহীদ সিয়াচেনে
যে জননী বিদেশবাসী ছেলের ফেরার আশায় বাঁচে
তাদের মনে শারদীয়া সত্যি কিছু তফাৎ আনে ?
শারদীয়া আসবে যাবে আসবে আবার নিত্য বছর
আনুক বয়ে আনন্দ আর খুশির খবর প্রতিজনে
শান্তি আসুক পৃথিবীতে ভরুক সুখে সব অন্তর,
সেই দিনটায় জানবে সবাই শারদীয়ার আসল মানে।