*** ইচ্ছে পূরণ***

--- তন্ময় দে বিশ্বাস ---

আমার চাঁদের ইচ্ছে গুলো খুব ছোটো ছোটো,
খালি বলে, আমার কিচ্ছু চাইনা -
শুধু আমার ছোটো ছোটো শখগুলো পূরন করে দিও,
আর প্রাণভরে ভালোবেসো,
আমি ও বলেছি, তোর সব ছোটো ছোটো অপূর্ণ ইচ্ছে গুলো আমি পূরন করে দোবো,
আর সারাজীবন শুধু ভালোবেসে যাবো,
আমি চাঁদের মুখে পূর্ণিমার হাসি দেখেছি।

সেদিন হঠাৎ গুটি গুটি পায়ে কাছে এসে পাশে বসে বললো-
আমার একটা ছোট্ট শখ হয়েছে,
আমি বললাম - বল, আমি তো কথা দিয়েছি, তোর সব ছোটো ছোটো শখ পূরন করবো,
দাঁত দিয়ে নখ কাটতে কাটতে চাঁদ বললো-
আমার দুটো ডানা চাই, মেঘেদের সাথে উড়বো। ওরা রোজ আমাকে দাঁড় করিয়ে রেখে উড়ে চলে যায়।
আমি তো আকাশ থেকে পড়লাম -
বলে কি? এইটা চাঁদের একটা ছোট্ট শখ?
আমি বললাম - ওরে, ডানা নাহয় জোগাড় করে দিলাম, কিন্তু পালক? অতো পালক পাবো কোথায়?
চাঁদ বললো- আগে ডানা টা তো দাও, পালকের কথা পরে ভাবা যাবে।
আমি ঠিক আছে, দেখছি বলে মিছিমিছি দু তিনটে ডায়াল করে বললাম - অর্ডার দিয়ে দিয়েছি। সামনের ত্রয়োদশী র দিন ডেলিভারি দেবে।
চাঁদের মুখে একমুখ হাসি, নাচতে নাচতে ও চলে গেল -
এখন ওটা ভুলেই গেছে ----

আর একদিন, সন্ধ্যেবেলা গায়ের ওপর এসে হুড়মুড়িয়ে পড়ে বললো -
আমার একটা ছোট্ট শখ হয়েছে -
আমি বললাম - বলে ফেল। আমি তো কথা দিয়েছি তোর সব ছোটো ছোটো শখগুলো পূরন করে দেবো।
চাঁদ আঁচলের খুঁট টা ডানহাতের তর্জনী দিয়ে পাকাতে পাকাতে বললো-
আমার একটা শ্লেজ গাড়ি চাই। আটটা কুকুর সেটা টানবে।
আমার তো ভিরমি খাবার জোগাড় -
চাঁদ বলে কি! শ্লেজ গাড়ি? আবার আটটা কুকুর?
আমি বললাম - শ্লেজ গাড়ি কোথায় চড়ে সেটা জানিস?
ও আদুরে গলায় বলল - জানি তো। ওটা নিয়ে তুমি আর আমি উত্তর মেরুতে যাবো, ওখানে চড়বো- কি মজা!!
আমি বললাম - ঠিক আছে তুই জামাকাপড় গুছিয়ে রাখ, আমি আগে উত্তর মেরুর টিকিট টা কেটে আনি,
এখন চাঁদ ওটা ভুলেই গেছে --

এইতো সেদিন, রাতে পাশে শুয়ে জড়িয়ে ধরে ফিসফিস করে বললো -
আমার একটা ছোট্ট শখ আছে -
আমি বললাম - বলে ফেলো রানী
চাঁদ বললো- আমার একটা নীল রঙের পাহাড় চাই। তার চূড়ো থেকে নীল রঙের ঝর্না ঝরঝরিয়ে পড়বে। ঝর্না র পাশে আমাদের একটা ছোট্ট কুটির থাকবে। আমরা দুজন সেখানে থাকবো। দিনের বেলায় সূর্য আলো দেবে আর রাতে আমার জোছনা প্রদীপ জ্বেলে দেবো। আমাদের ঘরে কোনোদিন অন্ধকার আসতে পারবে না।
আমি তো চাঁদের কথা শুনে একেবারে থ। এটা চাঁদের ছোট্ট একটা শখ?
নিজেকে সামলে নিয়ে বললাম -
এ আর এমন কি? আমি এক্ষুনি গুগল খুলে সেই নীল পাহাড় আর নীল ঝর্নার খোঁজ নিচ্ছি। তুই এবার ঘুমো।
তাই খুব ভয়ে ভয়ে আছি। কোনদিন না আবার জিজ্ঞেস করে বসে - আমার সেই নীল পাহাড়ের খোঁজ পেলে? যার চূড়ো থেকে নীল রঙের ঝর্না থেকে নীল রঙের নদী হচ্ছে??