এক লাফেতে ডিঙোতে পারি, তোর বাগানের বেড়া,
খুলিস যদি দরজাটা তোর, হোসরে শিকলহারা,
এক ডুবেতে আনবো ছেঁচে, সাগর থেকে মতি,
তুই যদি চাস পরতে গলায়, দিস যদি সম্মতি ,
এক সাঁতারে পেরোতে পারি , তোর সে তেরো নদী ,
তোর নাইবার ঘাটটা কোথায় ,সেটা বলিস যদি ,
এক ছুটেতে খুঁজতে পারি তেপান্তরের মাঠ,
আসবো ফিরে তোর ই কাছে , সূর্যি গেলে পাট,
আসবো জেনে কোথায় থাকে ব্যঙ্গমা ব্যঙ্গমী ,
ঘুমপাড়ানী মাসি পিসির কোনখানে বাসভূমি ,
বলবো তোকে দুয়ার থেকে শোনা সে রূপকথা,
দত্যি দানব , রাজকুমার আর রাজকুমারীর গাথা ,
রাজকুমারীর সঙ্গে যে তোর অনেকখানি মিল -
এক মাথা চুল, সোনার বরণ, চিবুকেতে তিল ,
বলছি তোকে এতো কিছু, ঢুকছে কি তোর কানে ?
মুচকি মুচকি হাসছিস নাকি, পাগলা ভেবে মনে ?
আমায় শুধু পাগলা কেন , যা খুশি তুই বল -
শুধু - বন্ধ করে রাখিস নারে তোর মনের আগল,
আমায় দেখে পিছোস কেন, আমি কালো বলে ?
তোর জন্যে ভেবে ভেবে আজ আমি বাউন্ডুলে ,
পড়াশোনা শেষ করেছি , চাকরিখানাই বাকি -
সেটাও হবে, দাদার হাতে দিয়েছি আট লাখ ই ,
আমার মতো আর পাবিনা, বিশ্বভূবন জুড়ে,
যে মানুষ টা বেঁচে আছে তোর ভাবনায় মুড়ে ।
তোর মূর্তি সামনে রেখে নিত্য কাঁদি হাসি -
তোকেই আমি চাই জীবনে, তোকেই ভালোবাসি ।