*** ইচ্ছে ডিঙি ***
------ তন্ময় দে বিশ্বাস -----
একলা পাড়ে একটা ছোট ডিঙি
ইচ্ছে মনের মাঝনদীতে ভাসে
স্বপ্ন দেখে পালতোলা যৌবন
অপেক্ষাধীর জোয়ার কখন আসে,
উঠলে জোয়ার ছাপাবে দুই কূল
ছলাৎ ছলাৎ খেলবে জলের ঢেউ
নাচবে তরী পালতোলা উচ্ছাসে
পাড়ে তখন নাইবা থাকুক কেউ,
ওপাড় করে তীক্ষ্ণ পরিহাস
বলছে, ডিঙির বুকভর্তি ভয়
ছোট্ট ডিঙি করবে নদী পাড় ?
নেইকো সাহস শতেক সংশয়,
ইচ্ছে সাড়া দেয় ওপাড়ের ডাকে
ভালোবাসার হাতছানি তার জানা
এপাড় ওপাড় দুই মাঝে বিরহ
থাকতো যদি ছোট্ট দুটি ডানা !
জোয়ার আসে উপচে পড়ে জল
উজান স্রোতে উথাল পাথাল নদী
নেই পরোয়া ভাসাতে সম্মুখ
জীবনে কেউ লাগাম টানে যদি,
ছোট্ট ডিঙি উঠলো ভেসে জলে
মিশতে ওপার আকুলি আনচান,
প্রেমের পথে ভাসতে থাকে ডিঙি
পিছন থেকে নোঙর মারে টান ।।