ঐ বৃষ্টি ঐ বৃষ্টি কোথায় গেলি তুই ?
বৃষ্টি আমার হারিয়ে গেল, বৃষ্টি আমার কই !
এতো দেখি বাদলঝরা মুষলধারাপাত
নদী নালা টইটুম্বুর, এক হাঁটু পথ ঘাট ,
সেই বৃষ্টি চাই আমি যা ফো়ঁটায় ফোঁটায় ঝরে
জমে থাকে খোঁপায় চু্লে , চোখের পাতায় ধরে,
সেই বৃষ্টি চাই আমি যা তপ্ত মাটির বুকে
ঝরেই উধাও এক নিমেষে গভীর শোষন সুখে,
সেই বৃষ্টি চাই আমি যা বুক ভরিয়ে আশে
আকুল পরাণ মাটির সোঁদা গন্ধ ভরা শ্বাসে,
সেই বৃষ্টি চাই আমি যা চকিত করে ধাওয়া
খুঁজে পেতে হুড়োহুড়ি এক চিলতে ছাওয়া,
সেই বৃষ্টি চাই আমি যা স্কুল কলেজের পথে
এক ছাতাতে জড়ামড়ি সব্বাই একসাথে,
সেই বৃষ্টি চাই আমি যা ডাকে বাহিরপানে
ইচ্ছে করে খুব ভিজতে অকাল বরিষনে
সেই বৃষ্টি চাই আমি যা বহুদিনের পরে
তোর পরশের তৃপ্তি আনে তোর স্বপ্নে ঝরে,
সেই বৃষ্টি চাই আমি যা জ্বালায় আশার বাতি
প্রাণের মাঝে জোয়ার জাগায় অন্তরে বসতি ,
ঐ বৃষ্টি ঐ বৃষ্টি ঐ বৃষ্টি ঐ
হারাস নারে বৃষ্টি সোনা আয় ফিরে আয় তুই ।।