আমি নারী, আমি স্ত্রী-
আমারও তো ইচ্ছে হয়, মেঘের সাথে কথাবলি !
আমারও তো ইচ্ছে হয়, দুচোখ ভরে বৃষ্টি দেখি !
আমারও তো ইচ্ছে হয়, গুনগুনিয়ে গান গাই !
আমারও তো ইচ্ছে করে, দু কলম প্রাণের কবিতা লিখি!
আমারও তো ইচ্ছে হয়, গলা ছেড়ে কাঁদি !
তুমি স্বামী, তুমি প্রভূ - তুমি প্রিয়,
আমার সকল ইচ্ছেরা মাথা কুটে মরে,
তোমার অনুমতি প্রতীক্ষায়,
আমার ইচ্ছের বাঁচা মরা সব, তোমার অঙ্গুলীহেলনে,
আমার ইচ্ছে দের গলা টিপে ধরে আছো তুমি, আমার প্রিয়,
তোমার কোনো ইচ্ছে নেই স্বামী ?
তোমার কোনো ইচ্ছে হয়না প্রভূ ?
কেমন লাগবে যদি জগতের স্বামী-
কেমন লাগবে যদি জগতের প্রভূ -
অনুমোদন না করেন তোমার ইচ্ছে স্বার্থকতায় ?
তাঁর অনিচ্ছা অঙ্গুলীহেলনের অপেক্ষায় -
বন্দি থাকে তোমার সব ইচ্ছা অনিচ্ছা ?
তোমার ভালো লাগবে প্রভূ ?
তোমার ভালো লাগবে স্বামী ?
তোমার ভয় পায়না ? লজ্জা করেনা ?
দুহাত জড়ো করে পরমপিতার সামনে দাঁড়াতে ????