*** গভীরে যাও ***
----- তন্ময় দে বিশ্বাস -----
মেঘলা আকাশ বৃক্ষশিরায়
বাষ্পমোচন পত্রচাপ,
গভীর থেকে গভীর যে প্রেম
সেটাও বড়ো নিরুত্তাপ,
ছুটছে মানুষ ছুটছে জীবন
জীবনমুখী ক্ষীপ্রতায়
নামতা পড়ে জটিল গণিত
শূন্য পড়ে শূণ্যতায়,
কাল যা ছিল আজ যা আছে
আগামী তে বিষোদ্গার
বুকের বাতাস ফুলছে বেলুন
জিভের ডগায় তীক্ষ্ম ধার,
অবিশ্বাসী রক্ত শিরা
আস্তিনেতে গোপন ভাঁজ
ত্রিশূল বাঁধা তসবি মালায়
গভীর মনে সেই কোলাজ,
অলখ নজর অলখ ভাষা
অলীক লিখন ভবিষ্যৎ
অচিন মানস অচিন রিপু
অবিশ্বাসী অতীত ক্ষত,
শব্দ ভাসে শব্দ ছড়ায়
শব্দ ধরায় শব্দবিষ
শব্দ ফেরে শব্দ জাগায়
শব্দ মেলায় শব্দশীস,
চল সখি চল গোসল করি
জলপানি ডুব ঘূর্ণিপাক,
গভীর থেকে গভীর যে প্রেম
সেটাও বড়ো নিরুত্তাপ।