*** গীতাঞ্জলি***
-- তন্ময় দে বিশ্বাস ---
এমনই এক শীতপ্রভাতে
মেঘকুয়াশার খেলায় মেতে
গিয়েছিলাম লাল পাথুরে কোপাই নদীর পাড়ে,
শনশনিয়ে বইছে বাতাস
মনটা ছিল খানিক উদাস
হঠাৎ দেখি দাঁড়িয়ে কে ঐ শিরিষ গাছের ধারে !
সেইপানে ঠিক লক্ষ্য রেখে
ঝোপ ডিঙিয়ে রাস্তা দেখে
পৌঁছে গিয়ে শিরিষতলায় অবাক হলাম, একি !
খুঁজি তাকে হন্যে হয়ে
এক নিমেষে যায় হারিয়ে
চোখ কচলাই, এইতো ছিল, ভুল দেখলাম নাকি !
মন বলে ঠিক হয়নি কো ভুল
গাছের তলায় ছড়িয়ে বকুল
পড়ে আছে যত্ন করে সদ্য গাঁথা একটি মালা
নিশ্চয়ই কেউ আছে কাছে
তাইতো বকুল ছড়িয়ে আছে
এই প্রভাতে কোনসে জনের জন্যে রাখা বরনডালা !
ডাকি তারে ফিসফিসিয়ে
"কোথায় তুমি" ওগো মেয়ে
বেরিয়ে এসো, দাওগো দেখা শুধু একটিবার,
কার জন্যে গাঁথা মালা?
কার তরে এ বরনডালা?
অপেক্ষাধীর কার তরে গো? কোন সে রাজকুমার?
বুড়ো বটের পিছন থেকে
আবছা আলোয় এঁকেবেঁকে
বেরোলো যে, অপূর্ব সে, শুভ্র বসন, গায়ে নামাবলী
বললো "সেযে রাজাধিরাজ
যার তরে এই কুসুম সাজ,
সেযে রবি, আমার কবি, আমার রাজা, আমি গীতাঞ্জলি" ।।