*** ঘুম ছুট ***
------------তন্ময়---------

সকাল যে খায় কাগজ কলম কালি
দাগ পড়ে আঁক গাছ পাতা রঙ ছবি
আকাশ বাতাস মেঘ তারা রামধনু
ইচ্ছে মতো দেয় হাজিরা সব ই
কেউ বললো হিজিবিজি লেখা
কেউ বললো একি ছবি হোলো ?
তুই যখনই বললি আমায় ভালো
আমার দুচোখ বন‍্যা নিয়ে এলো ,

লিখতে বসি পাহাড় মাটি জল
লাঙ্গল চষে টোকা মাথায় চাষী
হাড়জিরজির বলদ টানে মই
ভরা বাদল খাল বিল বানভাসি,
কেউ বললো হয়নি ভালো আঁকা
কেউ বললো ম‍্যাড়মেড়ে রঙ জোলো
তুই যখনই বললি আমায় ভালো
আমার দুচোখ আলোয় ঝলোমলো,

আঁকতে বসি আধপেটা হাভাতে
নিত‍্য উপোষ নেতিয়ে পড়া চাওয়া
এদের ছবি নাম কুড়িয়ে সাহেব
উলঙ্গ কলকাতার বিশ্ব বাওয়া
কেউ বললো আরে ছি ছি ছি
তুমি কেন, সাহেব কোথায় গেলো!
তুই যখনই বললি ছবি ভালো
আমার আশায় নতুন জোয়ার এলো,

তোর ছবিতে রঙতুলি ক‍্যানভাসে
তোর চোখ নাক ছোট্ট কপাল টিপ
যতই আঁকি হয়না আঁকার শেষ
লক্ষ বারের শোধরানো অতৃপ
কেউ বললো এ যে সাগর নদী
কেউ বললো কৃষ্ণকলি কালো
তুই যখনই বললি আমায় ভালো
দুচোখ খুলেই দেখি ভোরের আলো ।