ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
বামুনপাড়ার গোরস্থানে-
বাসস্ট্যান্ডের ঠিক পিছনে,
তিনদিন তিনবেলা -
ফতে আলীর মেলা রে ভাই, ফতে আলীর মেলা ।
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
কেনো ,যার যা ঘরের প্রয়োজনী
হাঁড়ীকুড়ী চা ছাঁকুনী
কাপ ডিস আর থালা -
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
কেনো, খোকা খুকির খেলনা পুতুল
দা হাতুড়ি বঁটি কুড়ুল
মাটির কুঁজো জালা -
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
কেনো, বেলনা চাকি পোয়া ঘটি
আসন মাদুর শীতলপাটি
খুলুনি আর খোলা -
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
কেনো ,জিলিপি আর বাদাম ভাজা
গরম পাঁপড় জিবে গজা
দেখ পাপেট নাগরদোলা -
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
কেনো ,রেকাবি আর চন্দন পিঁড়ি
পঞ্চপ্রদীপ পঞ্চগুঁড়ি
পূজোর বরণডালা -
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
কেনো ,চুবড়ি ধামা কুলো ঝোড়া
ধুচুনি আর চ্যাঙারি জোড়া
ফুলসাজি ফুলতোলা -
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা,
এখনি, আয় চলে সব আপনজনে
স্বপ্ন গেঁথে মনে প্রাণে
এযে মন মেলানোর খেলা -
ফতে আলীর মেলা রে ভাই ফতে আলীর মেলা ।