তোমাকে ছোঁয়াতে পারি
সূর্যোদয়ের রক্তিম আকাশ,
তোমাকে ভাসাতে পারি
গভীর সমূদ্রের তরঙ্গহীন অতলে
তোমাকে রাঙাতে পারি
অস্তরাগের লালমাটিয়া সিঁদুরে,
তোমাকে নিয়ে যাপন করতে পারি
তমসাঘন গহন অরণ‍্যরাত্রি,
তোমাকে নিয়ে উড়তে পারি
মহাকালের মহাকাশে মহাব্রম্ভান্ডে,
তোমাকে দেখাতে পারি
শৈলচূড়ার নিঃশ্বব্দ হৈমপতন,
তোমাকে নিয়ে বুক পেতে নিতে পারি
কালবৈশাখী ঝড়ের দাপট,
তোমাকে শোনাতে পারি
জয়জয়ন্তীর আলাপ পকড়,
তোমাকে শোনাতে পারি
সুলেমান নাবিকের প্রেম,
তোমাকে যে দিতে পারি
ভালোবাসার উষ্ণ আলিঙ্গন
তোমাকে যে দিতে পারি
উচ্ছ্বাসী যৌবনের তৃপ্ত মরনসুখ -
এসো আগামীতে -------