আর কয়টা দিন পরে আইসতে পারলিনে হতচ্ছাড়ি ?
ইখনো তো উঠানটায় একহাঁট্টু জল,
কবে নাইমবেক ঠিক লাই,
তুর আইটচালাটাও তু ঘরডুবা লোকে থৈথৈ কৈরচে,
দু সিঁড়ি উঁচা বৈল্লে ডুবে লাই, চেইগ্গে আইছে,
সুবাই তু তুকে উঁচাটাতেই রাখে, তাই লা ?
দুদিন সবুর কৈরতে পারলিক লাই ?
ইখন তুই থাকবিক কুথা ?
ঘরডুবা সবহারা মানষুগুলাকে
আবার জলে নামাবি পোড়াড়মুখি ?
তুই কিমন মা টো বটে !
জমিতে ধান বুনিছি, নিড়ান দিইছি, সার দিইছি,
আল ছাঁইটতে, আল বাঁইধতে,
সারাদিন খেইট্টে খেইট্টে আলা,
গতরে আর জোর লাই, চৈলতে পারিক লা,
ঘরের জমানো যা ছিলো সব চাষে ঢুইক্কে গিলো
যখন হিমন্তে ধান উইঠবেক,
চারিদিকে সোনালী রোদ খেইলবেক
তুখন তুই আইসতে পারলিনে হতভাগী ?
তুকে আরো ভাল্লো কৈরে নতুন শাড়িতে বরণ কৈরতুম,
দুদিন টোক বেইশ্শি রাইখতুম হামাদের ঘৈরে,
সোনালী ধান ছেইরে , রোদ ছেইরে ,তুর
সাইদ্দা সাইদ্দা কাশফুল টাইরেই ভাল্লো লাইগলো বেটি ?
দুদিন তর সৈলুনি তুর ?
কদিন পরে জল নাইমবেক,
দিয়ালে নুতুন মাটি লাইগবেক
ভাইল্লো করে উঠানে গোলা দিমু
ভাইল্লো কৈরে দোর নিকামু
দেলের গায়ে আলপণা দিমু
সব শুকনো খটখটে হৈবেক
তুর পায়ে কাদা লাইগবেক লাইরে,
তুখুন না হয় আইসতে পারতিস,
ইখন এই সপসপে হড়হড়ে কাদ্দায়
আইসতে মন কৈরলো তুর?
তাই বলি পাগলী, দুদিন পরে আ
সবাই ইকটু সামলে লিক
তুর আসার জৈন্নৈ নিজেদের তৈরী কৈরুক
ধান বেইচ্চে মুখে ইকটু হাসি আসুক,
নতুন জামা কাপড় কিনুক
দুটো পৈসার মুখ দিখুক,
তুই তো গরীবের ও মা, নাকি শুধু বড়লুকের?
বড়লুকদের অনেক পৈসা,
পাক্বা ঘর, পাক্বা দোর, শহরে বাস
হামাদের মতো দুর্গতি তু তাদের লাই,
ইখন এইলে শুধু বড়লুকরাই তুকে লিয়ে লাচালাচি কৈরবেক
হামাদের মত্তো গাঁয়ের হার হাভাতে গরীব গুলা-
ঘরডুবা, ঘরহারা মানুষ গুলা -
শুধু ফ্যালফ্যাল কৈরে দেইখবেক
তুকে কোলে কৈরে নাইচতে পারবেক লাই রে-
আনন্দ কৈরতে পারবেক লাই রে-
তাই কৈচি, আদুরী -একটু সবুর কর-
দুদিন পরে হামাদের ঘৈরে আয়
দুদিন বেশী কৈরে থাক,
সবার ঘৈরে আলো জৈলুক, কি মজা।e