""সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে | ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে || ""
সকল রূপে তোমাকে স্মরণ করি
সকল বেশে তোমার আরতি করি
সকল শক্তি সমন্বিত তুমি মা দুর্গা,
তুমি নারীশক্তি, তুমি মেয়ে, তোমাকে প্রণাম করি
এই মেয়েতো সেই মেয়েটাই, যে মেয়েটা রাগ করে
এ মেয়েটাই সেই মেয়েটা, যে মেয়েটা ভাব করে,
এ মেয়েতো সেই মেয়েটাই, যে মেয়েটা আল্হাদী
এই মেয়েটাই সেই মেয়েটা, যে মেয়েটার কাল শাদি,
এ মেয়েটা সেই মেয়েটা, ইউনিফর্ম আর স্কুল মাঠে
এই মেয়েটাই সেই মেয়েটা বাসন মাজে ঝি খাটে
এ মেয়েটাই সেই মেয়েটা, যে মেয়েটা কলেজ যায়
এই মেয়েটা সেই মেয়েটাই, শরীর বেচে পয়সা চায়
এই মেয়েটাই সেই মেয়েটা, ঘোরোতরো সংসারী
এ মেয়েটাই সেই মেয়েটা প্রতি রাতেই হাতফিরি,
এই মেয়েটাই সেই মেয়েটা মহাকাশে শূণ্যতায়
এই মেয়েটা সেই মেয়েটাই সসম্মানের দৈন্যতায়
এই মেয়েটাই সেই মেয়েটা গতর খাটায় রাতদিন ই
এই মেয়েটা সেই মেয়েটাই একটুতেই খুব অভিমানী
এই মেয়েতো সেই মেয়েটা, সব আপোষেই আগ্রহী
এ মেয়েতো সেই মেয়েটাই বাঁচতে চেয়ে বিদ্রোহী
এ মেয়েটাই সেই মেয়েটা, যে মেয়েটার নেইকো ভয়
এই মেয়েটাই সেই মেয়েটা, যে মেয়েটা দুগ্গা হয়,