এই বেশ ভালো আছি
কোনোদিকে হুঁশ নেই, কানে কোনো ফুস নেই
দুকানেতে হেডফোন, মুখেতে মুচকি হাসি,
এই বেশ ভালো আছি,
এই বেশ ভালো আছি
পেটে কোনো ক্ষিদে নেই, খাবারেতে মন নেই
মুঠোফোনে ভরে পেট, খাবার হোকগে বাসি
এই বেশ ভালো আছি,
এই বেশ ভালো আছি
কতো কতো ললনা, করে শুধু ছলনা
কেউ কিছু বলেনা, নেই কোনো ফরমাসি
এই বেশ ভালো আছি,
এই বেশ ভালো আছি
অলি মলি কাকলী, মানসী ও শেফালী
সকালে গুডমর্নিং , রাতে টাটাবাই, আসি,
এই বেশ ভালো আছি
এই বেশ ভালো আছি
কতো দেশ ঘুরছি, কতো কথা জানছি
নেই কোনো খরচা, নীলনদে ভাসছি
এই বেশ ভালো আছি,
এই বেশ ভালো আছি
কারো সাথে কথা নেই, মুখ গোঁজা ফোনেতেই
ছেলে মেয়ে বলেই না, কার জ্বর কার কাশি
এই বেশ ভালো আছি ?
এই বেশ ভালো আছি ?
বলতে গেলেই কথা, সব বলে ছিলে কোথা ?
কোনোদিন বোলোনা আর সংসার ভালোবাসি
এই বেশ ভালো আছি ?
এই বেশ ভালো আছি ?
সেই সব ললনা , কেউ খোঁজ নিলোনা
মরলাম নাকি কোথা কেমনে যে বেঁচে আছি
এই বেশ ভালো আছি ?
এই বেশ ভালো আছি
নেট ভরা বন্ধ, ঘরেতে আনন্দ
ছেলে মেয়ে বৌ বলে চলো কোথা ঘুরে আসি
এই বেশ ভালো আছি,
এই বেশ ভালো আছি
বাড়িতে খাবোনা আজ , হোটেলেতে সারি কাজ
বৌ বলে ডার্লিং, তোমাকেই ভালোবাসি
এই বেশ ভালো আছি।