*** দুর্গা মেয়ে***
---- তন্ময় দে বিশ্বাস ----
একটা দুর্গা অন্ধকারে গুমরে কাঁদে ঘরের কোনে
সন্তান তার মারা গেছে পাক গুলিতে সিয়াচেনে,
এক দুর্গা লুকিয়ে আছে, মুখ দেখাতে লজ্জা তার
ধর্ষিতা সে, হারিয়ে গেছে পবিত্রতার অহংকার
আর এক দুর্গা মনমরা খুব নিরুৎসাহী একলা ভীষণ
কেউ পাশে নেই হাতটা ধরার, খোঁজ রাখেনা আত্মীয়জন,
দুর্গা আর এক অভুক্ত সে জরাজীর্ণ রুগ্ন কাতর
নেই ঘরে তার দানাপানি, গায়ে দেবার একটা চাদর,
এক দুর্গা অসহায়া, কোলের শিশু অনাহারে
শুকনো বুকে জঠরজ্বালা, দোরে দোরে ভিক্ষা করে,
ঐ দেখ এক দুর্গা, ঘরে অপেক্ষাতে অসুস্থ মা
বেচতে শরীর ধরছে পুরুষ, তবেই মায়ের ওষুধ কেনা,
এমন শত দুর্গা যে আজ ছড়িয়ে আছে এই সমাজে
হয়না বোধন, শীতল বুকে বিসর্জনের বাজনা বাজে,
নেইকো তফাৎ শারদীয়ার আর পাঁচটা দিনের মাঝে।।