এই পৃথিবী আমার যদি, এই পৃথিবী অন্য কারও
এই পৃথিবীর মধ্যে আছে এক পৃথিবী অন্য আরও,
এক পৃথিবী সুতোয় গাঁথা আকাশ বাতাস তারার মালা
এক পৃথিবী জাতপাত আর ধর্ম বিভেদ জন্ম জ্বালা ,
এক পৃথিবী রোদ ঝলমল, রাতেও ফোটে দিনের আলো
এক পৃথিবী অন্ধ ঘুঁজি, সকাল সাঁঝে সমান কালো ,
এক পৃথিবী ফাইভস্টারে ওড়ায় ফানুস দেদার টাকা,
এক পৃথিবী কঙ্কালসার, চিতার আশায় বেঁচে থাকা,
এক পৃথিবী থাই ব্যাংকক সুইজারল্যান্ড পিসার টাওয়ার
এক পৃথিবী খুঁজছে রসদ দুমুঠো তার বেঁচে থাকার,
এক পৃথিবী মহাভারত বাইবেল কোরআন শান্তি বানী
এক পৃথিবী জ্বালছে আগুন ছড়াচ্ছে খুন হানাহানি,
এক পৃথিবী মার্সিডিজ আর রোল্সরয়েজ স্ট্যাটাস যানে
এক পৃথিবী মানুষ হয়েও পেটের দায়ে মানুষ টানে
এক পৃথিবী দু্র্গাপুজো ঈদমুবারক বড়দিনে
এক পৃথিবী দেশ বেচতে ভোটের মাঠে মানুষ কেনে,
এক পৃথিবী শষ্য শ্যামল উর্বর এক জন্মভূমি
এক পৃথিবী হাহাকার আর ঊষর মাটির সালতামামি,
এক পৃথিবী ভালোবাসে, স্বপ্ন দেখায় দেখতে শেখায়
এট পৃথিবী বুকের মাঝে লুকিয়ে আগুন ভগ্নদশায়
এক পৃথিবী লিখতে গেলে এক পৃথিবী কাঁদতে বলে
এক পৃথিবী লিখবো সেদিন দুই পৃথিবীর মিলন হলে ।