*দিনতামামি*
-- তন্ময় ---

তোকে নিজের মতো মনের মধ্যে
ভাঙি আবার গড়ি
তোর ছবিকে সামনে রেখে
মন দিয়ে খুব পড়ি,
লাল ফিতেতে চুল বেঁধে দিই
কলা বিনুনির ফাঁসে
কখনো তোর ঠোঁট রাঙিয়ে
টিপ পরাই উল্লাসে,
কখনো তোর পা দুখানি
আলতো হাতে তুলে
আলতা পরাই আঙুল দিয়ে
আমার আমি ভুলে,
কখনো দিই চোখে কাজল
তিল আঁকি চিবুকে
দুই কানেতে মাকড়ি পরাই
আপন উৎসুকে,
কখনো বা নাকটা খ্যাঁদা
চোখ করে দিই ট্যারা
চোখটি বুজে আপন মনে
খুঁজি পাগলপারা
কখনো আবার উল্টে দেখি
কখনো কাত করে
পুরোনো দিনের কথাগুলো
বড্ড মনে পড়ে,
এমনি করেই দিন ফুরিয়ে
রাত্রি আসে যায়
তুই যে আমার, প্রাণের সোনা
তাই দেখা না ফুরায়।