বালিশেতে মুখটা গুঁজেই কষ্ট কান্নার শেষ
দেয়ালেতে পিঠ ঠেকলে প্রতিবাদের রেশ
পেটের মধ্যে কিল মেরে হয় পেট ভরানো হাসি
হাজার কষ্ট লুকিয়ে বুকে ভালবাসাবাসি।
নুন আনতে পান্তা ফুরোয় যাদের প্রতি ঘরে
তাদের ঘরের চতুর্দশী তড়তড়িয়ে বাড়ে
বাড়ছে মেয়ে বাড়ছে তন্বী ,কলাগাছের বাড়
মল্লিকা জুঁই উঠোন ভরায় স্বপ্নে হাহাকার ।
বৃদ্ধা মা আর রুগ্ন বাবার অভাবের সংসারে
পোষ্টগ্ৰাজুয়েট বি এড ছেলের নাম টাযে বেকারে
বেকার ছেলে বেকার যুবক, চাকরি পাবার আশায়
কর্মখালি কাগজ জুড়ে প্রত্যাশা হতাশায় ।
কারখানা তে লক আউট তাই তালা যে মেনগেটে
ধার বাড়ছে বাজার জুড়ে জ্বলছে আগুন পেটে
জ্বলছে আগুন জ্বলছে পেটে সব আশাতে জল
কারখানা আর খুলবেনা তায় নকশা বহুতল ।
প্রতিটি দিন নতুন আসে নতুন সুর্য ওঠে
মনের মধ্যে নতুন নতুন স্বপ্নগুলো ফোটে
স্বপ্ন ভাঙে স্বপ্ন আসে স্বপ্ন সোনার খাঁচা
সবার থেকে বড় স্বপ্ন বাঁচার জন্য বাঁচা।