চিন্তা ছুটছে খুব তাড়াতাড়ি
বুদ্ধি একটু পিছে,
ইচ্ছে চাইছে একসাথে যাই
শরীর দিচ্ছে না যে !
চিন্তা ছুটছে পাগলের মতো
বুদ্ধি একটু ধীরে -
ইচ্ছে শরীর দুজনে বলছে
শুয়ে পড় পাশ ফিরে ।
চিন্তা খুঁজছে নতুন দিশা
বুদ্ধি জ্বালছে আলো -
ইচ্ছা বলছে এগিয়ে চলো
শরীর শক্তি পেলো ।
চিন্তা বলছে সবাই মুখোশ
বুদ্ধি বলছে কে হে তূমি ?
ইচ্ছা বলছে খুলবো মুখোশ
শরীর বলছে, পাগলামি ।
চিন্তা বলছে এগোনোই নীতি
বুদ্ধি বলছে ধিক,
ইচ্ছা বলছে 'তুমি বড়ো একা'
শরীর বলছে ঠিক।
চিন্তা বলছে - এটাই সময়
বুদ্ধি বলে - কি লাভ ?
ইচ্ছা বলছে - আর দেরী নয়
শরীর বলছে - ভাব !
চিন্তা বুদ্ধি অনেক বলে
ইচ্ছা শরীর মেলায় তাল
ভাবতে ভাবতে রাত কেটে যায়
ঘুম ভাঙলেই সাত সকাল ।