*** চাঁদটিকা ***

------- তন্ময় দে বিশ্বাস -------

আমার, চাঁদতো সে এক কাব‍্য
অনেক ছত্র অনেক যে তার ছন্দ
আমি চাঁদকে নিয়েই ভাববো
যতই আমায় বলুক লোকে মন্দ,

চাঁদের অনেক শব্দ ষোলোকলা
আমার কিছুই যায় না তাতে এসে
মনের গোপন কথা গুলো যায় তাকে সব বলা
কানে কানে সব বলেছি আলিঙ্গনে এসে,

চাঁদ যে আমার বড্ড প্রিয়ংবদা
পাগল করে প্রেমের কথা বলে
তার শরীরে ঢেউ খেলে রূপ অনন্তে সর্বদা
কলঙ্ক তার তবুও খোঁজে হিংসুটে সক্কলে,

তার কপালে কপাল পোড়া দাগ
কলঙ্ক আমি জেনেও ভালোবাসে !
আমার যে নেই রাগের অনুরাগ
নেই কোনো রঙ বাক‍্যের বিন‍্যাসে,

একটা কথাই চাঁদ যে ভালোই জানে
প্রাণের থেকেও ভালোবাসি তাকে
তাই বুঝি সে স্বপ্নের সাম্পানে
স্থান দিয়েছে তার বুকে আমাকে

কলঙ্ক টিপ কাজল কালো হোক
শিশুর ভালে যেমন পরায় মা
চাঁদের দিকে কেউ দিওনা চোখ
চাঁদ যে আমার, আর কারো সে না ।