*** চন্দ্রবৃত্ত ***
------ তন্ময় দে বিশ্বাস ------
আমাকে চাঁদ শুধায় যদি কভু, "কোথায় আমায় পেলে ?"
বলবো আমি, শুনবে সেটা ? অনেক কথা,
তোমায় পেতে বহুবছর লুকিয়ে ছিলাম- অতল সাগরজলে।
তুমি থাকো অনেক দূরে, মহাকালের মাঝে,
আমার মতো ছোট্ট মানুষ কেমন করে যাবে তোমার কাছে ?
তুমি যখন আলো ছড়াও, জলের বুকে ছায়া পড়ে রোজ-
তখন আমি ঠিক করলাম জলেই পাবো তোমার মনের খোঁজ,
বুদ্ধি করে অনেক প্রহর গভীর জলে প্রাণ লুকিয়ে থেকে
তোমার ছায়া চুপিসারে সগৌরবে ধরি আমার বুকে।
যদি আমায় প্রশ্ন করে চাঁদ, " ডাকলে কেন আমায় ?"
বলবো আমি, শুনবে সেটা ? অনেক কথা
কলঙ্কদাগ সাধন করে পেয়েছি যা তোমায় শুধু মানায় ।
তোমায় পেতে চলতো লড়াই দেবাসুরে আকাশ জুড়ে,
সৃষ্টি তখন টলোমলো মহাপ্রলয় এলোমেলো যুদ্ধ মুড়ে,
আমি তখন পাতাল থেকে এনে কালো কলঙ্কদাগ
শরীর ভরা তোমায় পাবার একান্ত সেই রাগানুরাগ
ধারন করি কষ্ট ভীষন কলেবরের অবগাহে
তাইতো সফল স্বপ্ন বসত আমার শরীর তোমার দেহে।
আবার যদি প্রশ্ন করে চাঁদ, "করবে টা কি আমায় নিয়ে তুমি ?"
বলবো আমি, শুনবে সেটা ? অনেক কথা
দিনযামিনী নিদ্রাবিহীন অপলকে দেখবো তোমায় আমি শুধুই আমি।
কাটবে প্রহর দিন ফুরাবে মাস ফুরাবে, শতাব্দী শেষ যবে
তোমার সকল কলঙ্কদাগ মুছবে তখন, চিরতরে নিষ্কলঙ্ক হবে,
এক এক করে খুলবো তোমার অঙ্গভূষন সব কলঙ্ক যতি
বুকের ভিতর বাঁধবো তোমায় ডাকবো আমার প্রাণের কলাবতী
আমি তখন শোধনসুখে আত্মহারা পাগলপারা বিস্মৃত সব ভাষা
তোমায় ঘিরে বলয়রেখায় প্রকাশ হবে চিরকালীন আমার ভালোবাসা।