*** চাঁদ কথা ***
----- তন্ময় -----
আকাশ পারে সন্ধ্যা শুকের ঘর
ধ্রুবর কুটির একটু আড়াআড়ি
কালপুরুষের ডাইনে গলি ধরে
একটু গেলেই আমার চাঁদের বাড়ি,
দরজা খানায় আলতো দিলে টোকা
শুনতে পাবে ভেতর থেকে ডাক
"খোলা আছে, আসতে পারো তুমি
দরজা খানা থাক ভেজানোই থাক",
দেখবে চাঁদের অবাক করা বাড়ি
ষোলোখানা জানলা ছোটো বড়ো
কতো শাড়ি আলনাতে ভাঁজ করা
ষোলোখানাই , গুনে দেখতে পারো,
পক্ষকালের আবর্তনে মোড়া
আমার চাঁদের শুভ্র কিরণ জ্যোতি
জানলাজুড়ে মেঘের লুকোচুরি
চাঁদযে আমার ষোড়োশকলাবতী
আমার কথা শুধায় যদি চাঁদ
বলবে, আমি অপেক্ষাতে আছি
ষোলোকলা পূর্ণ যেদিন হবে
আমরা দুজন আসবো কাছাকাছি,
চাঁদের বুকে কলঙ্কদাগ হয়ে
চাঁদকে আমি রাখবো আমার করে
চাঁদযে আমার, আমিই চাঁদের প্রেম
মহাকাশে যুগে যুগান্তরে ।