*** চাঁদ হারিয়ে***

------ তন্ময় দে বিশ্বাস -----

মনের মাঝে উথাল পাতাল তাকিয়ে দেখি যেই
চাঁদ যেখানে রোজ উঠতো আজ সেখানে নেই!

আকাশ পানে চেয়ে থাকি দূরবীনে চোখ গুঁজে
সব ই দেখি তারার মালা চাঁদ পাইনা খুঁজে

মহাকাশে জোর তল্লাশি কোথায় গেল চাঁদ !
কেউ কি তাকে করলো চুরি পাতলো কোনো ফাঁদ ?

সন্ধ্যাতারা ডাকলো জোরে, কোথায় গেলে সই ?
ভাল্লাগেনা, বেরিয়ে এসো, একটু কথা কই !

শুকতারা তো কেঁদেই আকুল চাঁদ নেই তা শুনে
কার মুখ দেখে ঘুম ভেঙেছে কোন সে অলক্ষুনে !

ধ্রুবতারা একটু দূরে হাত দিয়ে দুগালে
ভাবছে এখন কি করা যায় চাঁদ না খুঁজে পেলে

কালপুরুষের ঘুম ছুটেছে চাঁদের কথা ভেবে
চাঁদকে যদি না পায় খুঁজে আকাশের কি হবে!

ভানু ছিল অস্তরাগে, বললো - সবাই শোনো
চাঁদ না পেলে আমাকে কেউ কাল ডেকোনা যেন,

বললো সবাই চলো এবার মেঘের দলকে ডাকি
দল বেঁধে সব চাঁদকে সবাই করলো চুরি নাকি!

মেঘের রাজা বললো - জানি, সাদা মেঘের সাথে
কাল চা়ঁদকে দেখা গেছে উত্তরেতে যেতে,

উত্তরেতে শুধুই পাহাড়, আকাশ সেথায় শেষ
চাঁদকে পাহাড় ফেললে ধরে ছাড়বেতো শেষমেষ?

সবাই ছোটে পাহাড় পানে ও চাঁদ ও চাঁদ বলে
চাঁদতো তখন খাচ্ছে আদর নীল পাহাড়ের কোলে,

সবাই বলে আয় চলে আয়, আয়নারে চাঁদ সোনা
চাঁদ রেগে কয় - তোমরা খারাপ, কক্ষনো যাবোনা,

আকাশেতে ভীড় যে বড়োই, কত্তো গ্ৰহ তারা
সবাই আমায় হিংসে করে, অনেক দূরেও যারা,

এখানে এই পাহাড় বুকে, আমি একাই রানী
পাহাড় আমায় রাখবে সুখে সেটাই আমি জানি,

পাহাড় বলে - ও সোনা চাঁদ , ভালোবাসা নিও
সারাজীবন রাখবো ধরে, ক্ষমতা নেই প্রিয়,

আকাশ আমায় ছাত দিয়েছে কৃতজ্ঞতা মানি
মহাকাশে স্থান যে তোমার, তুমি আকাশ রানী,

কদিন থাকো আমার সাথে পাহাড় দেখো ঘুরে
কেমন করে বরফ জমে আমার শিখর জুড়ে,

যেতে পারো যখন খুশি যেথায় করে মন
যে কটা দিন আছো আমার অতিথি আপন,

অভিমানী চাঁদ তখনই যায় ফিরে আকাশে
পাহাড় থেকে চাঁদের উদয়, স্বস্তি মহাকাশে,

শান্তি পেলাম আমি আমার চাঁদ জুড়ালো চোখ
চাঁদ যে আমার আমিই জানি, যতোই দূরের হোক।।