*** ক্যামেলিয়া ***
- তন্ময় দে বিশ্বাস ---
তোমার বন্ধু লীনা বলেছিলো -
তুমি নাকি ক্যামেলিয়া ভালোবাসো,
তাই একটা ক্যামেলিয়ার চারা সযত্নে পুঁতেছিলাম
আমার ফুলের বাগানে,
বুক দিয়ে আগলে তিলে তিলে বড়ো করেছি তাকে,
দুটো পাতা ছেড়ে বেড়ে বেড়ে
এখন পরিপূর্ণা সে ,
গায়ে তার যৌবনের গর্বিত গন্ধ, অহংকার,
কুঁড়ি ধরেছে তার বুকের গভীরে,
ধীরে ধীরে দল মেলছে তার প্রস্ফুটিত যৌবন,
ফুলভারে শরীরে তার বঙ্কিম খাঁজ,
একদিন লালে লাল হয়ে উঠবে তার শরীর,
আমাকে আর তার প্রয়োজন নেই,
আমি জেগে আছি একবুক আশা নিয়ে,
ক্যামেলিয়া কবে ডাক পাঠাবে তোমার গোলাপী চেতনায়,
তুমি আসবে ক্যামেলিয়ার কাছে, একান্তে
আমার বসানো ক্যামেলিয়ার আহ্বানে সাড়া দিয়ে,
আমার বাগানে , আমার বাগিচায় --
প্রতীক্ষায় আছি ---
তোমার বন্ধু, লীনা যে বলেছিল--
তুমি ক্যামেলিয়া ভালোবাসো !!