বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
অষ্টাদশী পারুলবালার স্বপ্ন যে খানখান,
পাট করা তার রাখা ছিলো বিয়ের বেনারসি
চালটা ফুটো , ভিজিয়ে দিলো বৃষ্টি সর্বনাশী ।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর বীজতলাতে জল
বেচে খেয়ে গফুর চাচার দশ কাঠা সম্বল,
ধান উঠলে ছোটো মেয়ে, আশমানি টার শাদী
পাক্কা ছিলো ভাঙলো সব ই , বৃষ্টি হারামজাদী ।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মাঠ ঘাট থৈথৈ
বাঁধ ভেঙেছে বান ডেকেছে ঘর ভেসেছে ঐ
পোড়াকপালী বৃষ্টিরে তোর কি করেছি হানি !
ঘর ভাসালি দোর ভাসালি কেন রে পাষানী ?
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই ভরা বাদলে
জানলা খুলে বাবু দেখে , ভাসছে গরীব জলে ,
বাবুর সামনে রঙিন গেলাস রঙিন সুরা ভরা ,
বৃষ্টি গোনে বাবুমশাই , ঝরে মুষলধারা ।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর , ঝর বৃষ্টি ঝর -
আমার প্রাণে ঝর বৃষ্টি, আমার বুকে পড়
দুই আঁচলায় ধরি তোকে, রাখি যতন করে ,
আয় বৃষ্টি আয় বৃষ্টি আমার দুচোখ ভরে ।