আমার লেখা ছাপতে যাবে আজ,
লেখাটা যেন ২৮ থেকে ৩০ লাইন হয় -
ও কবিতা- তোর জন্য বরাদ্দ এক পাতা ,
ঐ বুকেতে ৩০ লাইন লেখাই বড় দায় ।
মাসমাইনে বরাদ্দ যা পাওয়ার
মধ্যবিত্ত , খরচ বুঝে সুঝে ,
মাসের শেষেই হাজির ধেরো খাতায়,
স্বপ্ন আসে বালিশে মুখ গুঁজে ।
ওহে শ্রমিক তোমার জন্য বরাদ্দ হাতুড়ি
ভাঙতে বন্ধ কলকারখানার তালা
ওর ভিতরেই আটকে আছে তোমারই আত্মজ
মুক্ত কর- চলুক মেশিন - জুড়াক পেটের জ্বালা ।
ওহে চাষী তোমার জন্য বরাদ্দ এই হাল,
চিড়ে ফেলো এই ধরনীর ঊষর যত মাটি,
চারিদিকে হাসুক সবুজ সোনার ফসল ক্ষেত
জানবো তবে কৃষক তুমি, রক্ত তোমার খাঁটি ।
ওহে রাজা , শুনে রাখো তুমি -
তোমার জন্য বরাদ্দ পাঁচ সন ,
অনেক সময় গেল এবার ভাবো -
ভরাবে নিজের অর্থকোষ , না রাখবে সিংহাসন ?
ওহে জীবন- তোমার জন্য বরাদ্দ কটা দিন ,
তার মধ্যে অনেক গুলো কাল -
শিশুকাল তো ভূলেই গেছো কবে !
সামনে চিতার কাঠেতেও আকাল ।
বিধাতার বরাদ্দ এক জন্ম
এক জন্মে ফুরায় কি সব কাজ ?
এসো সবাই হাত লাগিয়ে হাতে ,
নতুন করে গড়ি এই সমাজ ।