সবাই বলে তোর হাসিতে মুক্তো ঝরে পড়ে -
আমি জানি ঝরে জমা দুখ,
ওরা দেখে সাজানো তোর দন্ত পরিপাটি
আমি জানি কত কঠিন কষ্ট চাপা বুক।
সবাই বলে চোখ থেকে তোর ছড়ায় হাজার আলো -
আমি জানি ছড়ায় জমা কান্না ,
ওরা দেখে তোর অপরূপ কাজলকালো আঁখি
আমি দেখি তোর দু চোখের কূলছাপানো বন্যা ।
সবাই বলে তোর চলনে ভরাট মাপা ছন্দ -
আমি জানি ভরাট ছোটার গতি ,
ওরা দেখে তোর সচেতন ঠমক পায়ের চলা
আমি দেখি লাগামটানা কদম কদম নীতি ।
সবাই বলে তোর কন্ঠে মধু মাখা কথা -
সকল কালের বিদ্রোহী তুই জানি ,
সবাই দেখে কন্ঠ ভরা তোর সুরেলা কথা
আমি দেখি ন্যায় অন্যায় বিচার চাওয়া বাণী ।
সবাই বলে তোর জীবনে সকল পাওয়া সুখ -
আমি জানি না পাওয়া টাই বেশি ,
সবাই দেখে তোর বৈভব বিলাস ব্যসন দিন ,
আমি দেখি তোর মনের সাথে লড়াই দিবানিশি ।
সবাই বলে তুই যে আছিস প্রতি ঘরে ঘরে -
আমি জানি যুগে যুগান্তরে ,
সবাই দেখে তুই কেবলই কন্যা বধূ মাতা ,
আমি দেখি সৃষ্টির অন্দরে ।