*** বিপ্রতীপ ***
------ তন্ময় দে বিশ্বাস -----
প্রশস্তিটা আপাতত থাক মুলতবি
সাজিয়ে দেবো আগামীর কোনো ক্ষণে
মালা আর ধূপে ধূসর ধোঁয়ায় ঢাকা
চিকন চোখের প্রমাদ প্রশস্ত মনে,
জয়মাল্যের ওজন নিখুঁত মাপা
একপা একপা পদক্ষেপের চলা
উড়ছে আঁচল লাল পাড় রাজবেশ
গান্ডীব আজ এনেছে জয়ের মালা,
পাঞ্চালি তুমি পঞ্চ স্বামীর ক্রেতা
পক্ষীনেত্র স্বয়ম্বরের বাজী
তিল তিল করে বীরত্ব মাপে যে ক্রীড়া
সেই ক্রীড়নক আজ গোনে কারসাজি ?
কৌরব, সেতো দূর্যোধনের কায়া
পঞ্চভ্রাতায় ক্রীড়নক বানানো মজা
বোঝো আজ পাশা বোড়ের বুকের ব্যথা
ভাতৃহৃদয় মাড়িয়ে চলার সাজা,
জানি এটা পাপ ইতিহাস বলে দেবে
ক্ষমা করবেনা অন্ধ জনক মাতা
বুঝবেনা কেউ পান্ডবোপমান শোক
বিরোধী হলেও তারা বীর কৌরব ভ্রাতা !
হে দ্বারকাপতি আজ মহা উল্লাসে
অনধিকারের রাজনীতি রচে সুখে
নেইকো তফাত শকুনি কৃষ্ণ দুয়ে
দুজনেই শুধু স্বার্থ বিলায় মুখে,
বহু প্রাণক্ষয় বহু ক্ষতি সম্মুখে
দুর্যোধন আজ চায় দিতে টঙ্কার
অহংকারী পাঞ্চালি পদে ন্যস্ত
পঞ্চভ্রাতার হারানো অহংকার,
ইতিহাস হয়েছে বিকৃত চিরকাল
সত্য দ্বাপরে ত্রেতা বা কলির যুগেই
রাজনীতি দেয় সত্য মিথ্যা রঙ
মানুষ চিরকাল মেতে যায় হুজুগেই।।