খালপাড়ের ঐ বস্তিখানায় শিউলি থাকে,
বাস করে সে, সং ও সাজে, সার ও করে যত্ন করে,
তার ঘরে রোজ সন্ধ্যাবেলায় আতর ছোটে
বাচ্ছা ভেকু পাশের ঘরে বন্ধ তালায়
পাশের ঘরে আদর ছোটে দেহ খেলে সোহাগ ভরে,
খালপাড়ের ঐ বস্তিখানায় শিউলি থাকে,
রান্না করে, চুল ও বাঁধে, সাবান মাখে স্নান ও করে
তার ঘরে রোজ দুপুর বেলায় উনুন জ্বলে
বাচ্ছা ভেকু গরম ভাতের গন্ধ মাখে
পেটের খিদেয় তর সয়না কত দেরী, লালা ঝরে,
খালপাড়ের ঐ বস্তিখানায় শিউলি থাকে
বয়েস আঠাশ, সংসার এক ছোট্ট ঘরের স্বপ্ন ঘোরে
তার ঘরে রোজ বর পাল্টায় নিত্য নতুন
কেন তাকে বেজন্মা সব বলে লোকে,
বাবা কে তার? বাচ্ছা ভেকু বাবার খোঁজে কান্না জোড়ে,
খালপাড়ের ঐ বস্তিখানায় শিউলি থাকে
এই সমাজের সব কামনা সব লালসা হজম করে
তার ঘরে রোজ পুরুষ আসে পুরুষ হয়ে
ছোট্ট ভেকু হচ্ছে বড়ো তালা দেওয়া বন্ধ ঘরে
ছোট্ট ভেকুর মা খুব ভালো, পুরুষ হতে ঘেন্না করে ।