*** বর্ষা গাথা *** * তন্ময় *
ভরা বাদলে গান তুলেছে
রিম ঝিম রিম ঝিম
জানলা খুলে বৃষ্টি দেখছি
নেই কাজ অতঃ কিম ,
ঝাপটা লেগে ভিজুক বালিশ
তাতে কিবা এসে যায়
চশমার কাঁচ হচ্ছে ঝাপসা
ঝাপটা লেগেছে তায়,
হয় হোক যতো ঝাপসা দৃষ্টি
চোখটা বুজিয়ে নেবো
আমি জানি ঠিক চোখ বুজলেই
তোমায় দেখতে পাবো ,
তুমি নিশ্চই আমার মতোই
দেখছো বাদল ঝরা
রিম ঝিম ঝিম বাজনা শুনছো
প্রাণকে আকুল করা ,
কপাল থেকে চুলটা সরাও
মুখটা যে আছে ঢেকে
রোজ কতবার মনে মনে দেখি
দেখতে পাইনা চোখে ,
তোমার পায়ের মঞ্জির ঠিক
এমনি সুরেই বাজে
আবেশেতে ভরে রাখে নিশিদিন
মন লাগেনা যে কাজে ,
তুমিও কি ঠিক আমার মতোই
ভাবছো তোমার ই কথা ?
নাকি সব ভুলে বৃষ্টি ভাসালে
তোমার সকল ব্যথা,
আমিও যে চাই ভাসতে ভাসাতে
আমার সকল আমি,
তোমার কষ্ট মিলাক আমাতে
জানুক অন্তর্যামী ।