তুই যদি চাস , তোকে নিয়ে লিখতে কিছু পারি
কিন্তু কি আর লিখবো, তুই তো আটপৌরে নারী,
যদি হতিস দুর্গা বা কোন অন্য কোনো দেবী
নায়িকা বা সাধিকা বা শিল্পী আঁকা ছবি -
তোকে নিয়ে লিখতো কতো লেখক কবির দল
তোর চোখেতে খুঁজে পেতো সাগর শতদল
তোর কেশেতে মেঘের রাশি ওষ্ঠে গোলাপ ফুল
চলনে তোল নদীর চলা, বুক ছাপানো কূল,
তুই শুধু এক মেয়ে তাও এক সাদামাটা ঢং
তেল চিটচিট মাথার চুলে মাগুর কালো রঙ
কাপড় পড়িস হাঁটুর কাছে, গাছকোমরের প্যাঁচে
পায়ের আবার মলটা রুপোর, আদ্যিকালের ধাঁচে
চলা তো নয় ছোটা যেন তিড়িং বিড়িং ঝাঁপ
খালি পায়ে মেঠো পথে এক্কা দোক্কার লাফ
দুষ্টুমি মাখানো মুখের সরল হাসিখানা
বন্ধু বলতে বাছুর বেড়াল কুকুর ছাগল ছানা,
নাই হলি তুই সুন্দরী তোর নাথাক গায়ের রঙ
চাইনা তোকে শহর সাজে মুখ রাঙানো সঙ
তুই যা আছিস সেটাই থাকিস, থাক রে মাটির হয়ে
তোকে নিয়ে লিখবো না তুই আটপৌরে মেয়ে ।