*** আশায় ***
---- তন্ময় ---
নাও বেঁধেছি নাভিমূলে, তোর আশাতেই পাটাতন
সাজিয়ে রাখি শালুকফুলে, মিলন কাতর উতল মন,
শুকনো পাতার বিছান পথে তোর চরনের শব্দরেশ
মর্মরিয়া বাতাস ভাসায় উড়িয়ে আঁচল এলোকেশ
আলতো তুলে সামলে কোঁচা ভেজা মাটির চিহ্নপদ
তোর আগমন ধরার কাঁপন অলখ জীবন পরিচ্ছদ,
উন্মুখ মন বুক পাটাতন অপেক্ষাতুর চরন আশ
বইছে শিরায় রক্ত লাভা সব বিলীনের পূর্বাভাস,
দিগন্তে ধায় রবির বলয় জোয়ার ভাসায় শীর্ণ চর
ঢেউ উঠেছে নদীর জলে লহর কাঁপায় হৃদপিঞ্জর,
তোর আশাতেই জাপটে দাঁড়ি শক্তি যত উজাড় মন
নাও বেঁধেছি নাভিমূলে, বুক করেছি পাটাতন।