ভাবতে ভাবতে বছর গড়ায়, গুনতে গুনতে দিন
আজও একা, বড্ড একা বড্ড পরাধীন
আজও যেন জড়িয়ে চোখে সেই সে সরল মুখ
মনের মাঝে নীরব বাসার জুড়িয়ে রাখা বুক ,
গাঁথতে গাঁথতে কুসুম হারায় বুনতে বুনতে আশা
আজও মনে সাঁতার কাটে প্রথম ভালোবাসা
আজও চোখের পাতায় নামে স্পর্শআদর ঘুম
নিদাঘ দুপুর আম্রকানন নির্জন নিঃঝুম,
দেখতে দেখতে দুচোখ শুকায় কাঁদতে কাঁদতে দৃষ্টি
আজও ভাসে প্রথম বিদায় নয়নঝরা বৃষ্টি
আজও যেন ফিরে পেতে চায় সে কিশোর প্রেম
লুকিয়ে আসে অতীত দিনের আবছা রঙিন ফ্রেম,
ছুটতে ছুটতে জীবন ফুরায় চলতে চলতে পথ
আজও বিফল শুধুই বিফল, বিফল মনোরথ
আজও যেন পরশ পেতে চায় রুপালি মন
মনের মাঝে বাজে সেদিন স্বপ্ন অনুক্ষণ ,
হারতে হারতে জেতার আশা, আশায় আশায় ক্ষীণ
আজও ফুরায় বছর মাস আর নিত্য নিশিদিন
বর্ষা আসে শরৎ আসে বসন্ত গায় গান
নতুন দিনের নতুন আশায় তাকেই খোঁজে প্রাণ ।