জানলার সার্সিতে পেতে রাখি কান
এই বুঝি উঠলো বেজে সেই চেনা রিংটোন
ওপারেতে উঠবে ভেসে "হ্যালো , কেমন আছো "?
কই না তো, আমাকে তো খোঁজেনি কেউ , বাজেনিতো ফোন !
বাইরে বর্ষা মাখা অন্ধকার রাত
এই বুঝি শব্দ হলো ,ক্রিং ক্রিং - না না
নিস্তব্ধ চারিদিক, ঝি়ঁঝিপোকা ডেকে যায় একটানা সুতীব্র আওয়াজে,
অন্ধকার ফালাফালা করে চিরে সে আওয়াজ বাসা বাঁধে মগজে,
কেটে যায় প্রহর রাত, নেমে আসে অবসাদ
সবাই ঘুমিয়ে গেছে, জেগে একা আমি ,
এমন তো ছিলোনা কথা, কোনদিন হয়নি তো এতো বিচলন,
হয়তো কখনো তন্দ্রা নেমেছিলো চোখে ক্ষণিকের, কিজানি !
এসেছিল সে , বর্ণমালা হয়ে
দিয়েছিল নতুন জীবনবোধ, বর্ণপরিচয়
কালের হিসাব ভুলে, লেখা শুরু হয়েছিল জীবন খাতায়
আশায় বাঁধি বুক, ফিরে আসবে সে আবার, আসবেই নিশ্চয় ।