আসবি যেদিন আমার ঘরে বৃষ্টি ভেজা পায়ে -
আমার ঘরের মাটিতে তোর পড়বে চরণরেখা
জানবি সেদিন পাল তুলবে আমার ছোট্ট নাও
যাবো দুচোখ যাবে তত যদ্দুর যায় দেখা ,
ঢেউয়ের ফণায় নাচবে তরী ছলাৎ ছলাৎ ঢঙে
মন যমুনায় উঠবে জোয়ার ভাসবে দুকুল প্রাণ
হারিয়ে যাবে সকল বোধের সকল অনুভূতি
ক্ষণেক তরে ভাসবে জীবন তৃপ্তি অফুরান ,
আসবি যেদিন আমার ঘরে আলতা পরা পায়ে,
জানবি সেদিন দুয়ারে মোর মঙ্গলঘট পাতা
তোর ছোঁয়াতে লক্ষীকলস উঠবে ভরে ধানে
জাগবে মনে অলস ক্ষণের মিলন ব্যকুলতা ,
কুলুঙ্গিতে মায়ের রাখা সিঁদুর কৌটো খানি
ডাকবে তোকে ইশারা তে ললাট লিখন পরে
আলতোভাবে আধেক খুলে বিম্বে রেখে চোখ
রাঙাবি তোর মধ্যভালের সোহাগ সীমন্তিরে,
আসবি যেদিন আমার ঘরে নূপুর পরা পায়ে
আমার মনে বাজবে সেদিন আশাবরী তান
সারা আকাশ সাজবে সেদিন তারার মালা গলে
তোর পায়েতে কথাকলির ঠমক তোলা গান ,
আসবি যেদিন আমার ঘরে ধূলো মাখা পায়ে
আমার মনের অঙ্গনে তোর অবাধ বিচরণ
বুকের মাঝে জড়িয়ে তোকে ঘুরবো পাগলপারা
তুই যে আমার হৃদমাঝারের সপ্তরাজার ধন।