তুমি আমায় অন্তহীনের গল্প শোনাও
অনন্তকাল বাঁচতে শেখাও মনে
পার্থিব অপার্থিব যত সুখ
তালমিলিয়ে গাঁথতে গুনেগুনে,
তুমি আমায় সেই কামনার গল্প শোনাও
যেই কামনায় হৃদয় ভাঙে বান
বাঁধভাঙা এক জোয়ার ওঠে বুকে
দুই জীবনের সব পেয়েছির গান,
তুমি আমায় সেই যাতনার গল্প শোনাও
সর্বকায়ায় ইন্দ্রিয় পায় ইতি
সহন সকল অসহনের ভীড়ে
নেইকো তফাৎ, শুধুই অনুভূতি,
তুমি আমায় দেহতত্বের গল্প শোনাও,
বারো উঠোন একটি মাত্র ঘর
প্রাপ্তি পরম এই জীবন ই সার
মানুষ, সেতো সবচে বড়ো জড়,
তুমি আমায় ভালোবাসার গল্প শোনাও
এক শরীরে অন্য কায়ার বাস
সকল চাওয়া সকল পাওয়ার শেষ
অন্তহীনের নিঠুর পরিহাস ।।।
### 02/12/18---10 am--- #####