মেয়েটি চেয়েছিল, খুব ছোট্ট একটা চাওয়া-
একদিন, শুধু একদিন
সারাদিন ঘুমিয়ে থাকবে সে,
একান্ত অলস একটা দিন
প্রতিটা ঘামঝরা দিনের থেকে
চুরি করে নেওয়া, একান্ত নিজের একটা দিন
সারাটা দিন ঘুমিয়ে থাকবে সে,
মেয়েটি ভুলে গিয়েছিলো, সে যে মা,
সন্তানের প্রতি দ্বায়িত্বের ছুটি নেই
বছরের পর বছর
হাজার হাজার দিন তন্ন তন্ন করেও
সেই দিনটা খুঁজে পায়নি মেয়েটি, আজো না,
মেয়েটি ভুলে গিয়েছিলো, সে যে কারো স্ত্রী,
স্বামীর প্রতি কর্তব্যের ছুটি হয় না,
যুগের পর যুগ
লাখো লাখো দিনের পাতা ছিঁড়েখুঁড়েও
সেই দিনটা খুঁজে পায়নি মেয়েটি, আজো না,
মেয়েটি ভুলে গিয়েছিলো, তার পরিবার আছে,
পরিবারের প্রতি আত্মনিয়োজনের ছুটি হয় না,
কালের পর কাল
কোটি কোটি বছরের পাতা গুনেগুনেও
সেই দিনটা খুঁজে পায়নি মেয়েটি, আজো না,
এখনো অপেক্ষা, এখনো সন্ধান
এখনো প্রতীক্ষা, এখনো আশা বুকে নিয়ে
বেঁচে আছে মেয়েটি - নারী হয়ে -
চিরঘুমের আগে শুধুমাত্র একটা দিন-
সারাদিন ঘুমিয়ে থাকবে সে,
অলস, নিশ্চিন্ত একটা ঘুম, একটা ঘুমের দিন।