বাংলা আমার রক্তশিরায়, বাংলা আমার মননে
ওষ্ঠ জিহ্বা বাংলায় খুশি, বাংলা স্বপনে শয়নে,
আমি, বাংলায় বলি ভালোবাসি আমি বাংলায় কথা বলি
আমি, বাংলায় করি খুনসুটি আর বাংলায় দিই গালি,
আমি, বাংলায় লিখি অআকখ হয় বর্নের পরিচয়
আমার বাংলা বিদ্যাসাগরে নামতা নয় এক্কে নয় ,
আমার বাংলা রবি নজরুল দ্বিজেন্দ্রলাল রায়
আমার বাংলা মুকুন্দ দাস লালনের গান গায়
বাংলা আমার বারোটা মাসের তেরোবার পার্বণ
আমার বাংলা জনগনমন বন্দেমাতরম্
আমার বাংলা ধানের ক্ষেতের আউস আর আমনে
আমার বাংলা টুসুতে ভাদুতে ইতু আর নবানে,
আমার বাংলা নলেন গুড় আর আসকে চাকলি পুলি
আমার বাংলা দুর্গা কালীতে ঢাঁক কাঁসি আর ঢুলি,
আমার বাংলা ধূনুচি নাচেতে ধুতি পাঞ্জাবি কোলে
আমার বাংলা রুই কাতলা কচ্চি পাঁঠার ঝোলে
আমার বাংলা ইলশে গুঁড়িতে ইলিশ খিচুড়ি পাত
আমার বাংলা বইমেলা জানে ফুটবলে মারে লাথ,
আমার বাংলা ধনিয়াখালী শান্তিপুরের শাড়ি
আমার বাংলা রসোগোল্লা সন্দেশ দই হাঁড়ি
আমার বাংলা বিজয়া দশমী বসন্ত উৎসবে
আমার বাংলা দেওয়ালি হোলিতে এসো কে বাঙালি হবে !
আমার বাংলা চায়ের মাচায় রকেতে আড্ডাখানা
আমার গর্ব আমার শিরায় বইছে বাঙালিয়ানা ।