*** আমার তুই, আর কারোনা ***

--- তন্ময় দে বিশ্বাস ---

সন্ধ্যারাতে আঁধার চারিদিক
দুয়ার জুড়ে জ্বলছে প্রদীপ সারি
ঠিক তখনই আলো মাখা মুখে
সামনে আমার চেনা এ কোন নারী !

এলোকেশী মিষ্টি হাসি মুখ
মধ‍্যভালে গনগনে টিপ লাল
দুচোখ জুড়ে মায়াবী হাতছানি
দুই অধরে বইছে ইহকাল,

প্রদীপ খানি দুই তালুতে ধরা
শিখায় শ্রীমুখ আলোক প্রতিভাত
সব কামনার অন্তিমানুভূতি
মহাপ্রলয় অন্তরশ্রীজাত,

বারেক দেখে হতচেতন তনু
শ্রীমুখ জুড়ে আপন তল্লাশি
এইতো সেজন অন্তরতমা যে
অমৃত সুখ আত্মা অভিলাষী,

ক্ষণেক দুজন স্থবির ভাবাবেগ
অপলক স্থির নির্বাক বিহ্বল
বাহুপাশে আমার চাঁদ আর আমি,
সমর্পিতা বক্ষে অচঞ্চল ।