তুমার পূজার সন্ধ্যা রাইত্তে
ঝকমকিয়ে জ্বালবে যখন আলো -
এক চিলতে পাঠাই দিও হামার ঘৈরে
অন্ধকারে দেইখতে পাইনা ভালো,
দিন দুবেলা মায়ের পাইয়ে ফুল দিবেকতো
দিবেক অনেক ফল মিষ্টি ভোগ -
এক টুকরা ছুঁড়ে দিও হামার দিইক্কে
ভুখা পেটে বুক জুড়ে ক্ষয়রোগ,
অনেক দিবে গামছা কাপড়
সকাল বিকাল, নতুন দামী দামী
একটা হামায় দিবেক নাগো ?
গতর খানার লজ্জা ঢাকুম হামি !
দুহাত খুইলে দিবে জানি
অনেক অনেক কত্তো কত্তো টাকা
একটু খানি দিবেক মুকে
বাছা হামার অপুষ্টি তে বাঁকা,
মায়ের যাবার সময় হৈলে
বাজাবে ঢাক ,কৈত্তো টাকার পুইড়বে বাজি বোম
মাকে বোলো, আরো যেন বেঁইচ্চে থাকি একটা বছর
হামার নাম ও, দুর্গা হেমব্রম ।।