*** অমর "বাইশে" ***
---- তন্ময় ----
সব আলো কেড়ে নিল
সব আলো কেড়ে নিয়ে চলে গেল সে ই
রেখে গেল প্রকৃতির সুখ দুঃখ প্রেম পূজা ভালোবাসা
বাঁচাবার বাঁচার ইন্ধন,
মেঘ সব কেঁদেছিল
আকাশ ও মেঘেরাও কেঁদেছিলো ঝরঝর বরিষনে
পথঘাট কেঁদেছিলো, কেঁদেছিলো বিবাগী ভ্রমর,
সেদিন যে বাইশে শ্রাবণ।
আমি তো কাঁদিনি - দেখো!
কাঁদবো বা কেন, কেউ কাঁদবেনা, কেউ না
তুমি আছো সদা জাগ্রত হৃদয়ের মাঝে মরমে মননে
তুমি আছো জুড়ে প্রাণবায়ুশ্বাস -
তুমি আছো কাজে অবসরে
তুমি আছো জন কোলাহলে প্রতিদিন প্রতিক্ষণ
পূজা পার্বণে আচারে বিচারে ঋতু হয়ে প্রতিটি জীবনে
তুমি ই তো মনের আকাশ ।।।