*আগমন*

--- তন্ময় দে বিশ্বাস ----

সে এসেছিল, হাতে বাঁশি ছিল
ছিল কৃষ্ণকলপ কেশ
সে হেসেছিল, পাশে বসেছিল
ছিল মনমাতানো রেশ,
এলো যদি গেল কেন, ফেলে সকল আভরন
ক্ষণিকের তরে কেড়ে নিয়ে গেল সকল শরীর মন,

সে এসেছিল, গান গেয়েছিল
ছিল কন্ঠমাতাল সুর
সে বলেছিল, কথা দিয়েছিল
ছিল প্রতিজ্ঞা ভরপুর,
এলো যদি গেল কেন, জাগিয়ে অনন্ত জিজ্ঞাসা
মধুময় করে প্রাণের প্রদীপ জ্বেলে একবুক আশা,

সে এসেছিল, ভালোবেসেছিল
ছিল আবেগ আর প্রত্যয়
সে নিয়ে গেল, আর দিয়ে গেল
যতকিছু সব গোপন নিঃস্ব ভয়,
এলো যদি গেল কেন, যেথা বিনিময় আনে সুখ
আমি যদি তার, সে ওতো আমার, ধরা দিতে উন্মুখ।