*** আগমনী ***
---- তন্ময় দে বিশ্বাস ----
চিকচিকে রোদ আকাশ জুড়ে
কাশ ফুটেছে মেঘসাদা
বাতাসে সুর আগমনীর
পা বাড়িয়ে গনেশ দাদা,
মহাদেবের মনটা খারাপ
একলা ভীষণ চারটে দিন
নন্দী ভৃঙ্গী বড্ড বাচাল
বললে বলে- সামলে নিন,
লক্ষীর খুব শরীর খারাপ
সর্দি কাশি গায়ে জ্বর
প্যাঁচা খালি ঠুকরে বলে
ডাক্তার কে খবর কর,
সরস্বতী বিদ্যেবতী
বইমুখো সে সর্বক্ষণ
রাজহংসের পিঠে বাঁধা
সংস্কৃত ব্যাকরন,
কার্তিকটা বকে গেছে
মোবাইলে সদাই চোখ
ময়ূর পাশে বসে বসে
নেলপলিশে রাঙায় নখ,
দুর্গা মা তার ট্রলিব্যাগে
নিয়েছে লাল জামদানী
চারটে দিন এই বাপের বাড়ির
আনন্দটাই খানদানি,
কিন্তু একা থাকবে ভোলা
কিখাবে কি চিন্তা তাই,
কাশ ফুটেছে নদীর পাড়ে
মায়ের পায়ের আওয়াজ পাই ।