এই মেয়ে তুই নারী যদি, দুর্গা কেন নয় !
দুর্গা করে অসুরদলন, তোর চোখেতে ভয় ?
এই মেয়ে তুই নারী যদি, নয় রে কেন কালী
পায়ের তলে রয় মহাকাল পুরুষ বাহুবলী ,
এই মেয়ে তুই নারী যদি, নয় কেন তুই রাধা !
ছিঁড়তে হবে সকল বাঁধন সমাজ শিকল বাধা ,
এই মেয়ে তুই নারী যদি থাকবি নারী হয়ে ?
ফুলের মতো ফুটবি শুধু ভালোবাসার মোহে !
সব ফুল কি পায়রে আদর ? লুটায় কতো পথে!
কতো যে ফুল যায় শুকিয়ে বিফল মনোরথে ,
এই মেয়ে তুই নারী যদি তুই যে আদি শক্তি,
তোর ইচ্ছায় মরন বাঁচন তোর ইচ্ছায় মুক্তি,
এই মেয়ে তুই নারী যদি তুই তো বরাভয় !
সব শক্তি তোর অধিকার ভয়টাকে কর জয় ।